দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই শীতের প্রভাব থাকছে কোথাও কম কোথাও বেশি। তবে অদ্ভুত ভাবে কম রয়েছে কৃষ্ণনগরের তাপমাত্রা। ছাড়িয়ে গিয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পানাগড়ে, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রাকেও। যা আবহাওয়াবিদদের কিছুটা অবাক করেছে এদিন সকালে। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিবঙ্গের নিরিখে সর্বনিম্ন। ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে কড়া শীতে বারবার নজির গড়া জেলায় পারদ রয়েছে আট থেকে নয় ডিগ্রীর মধ্যে।
এর বিশ্লেষণ করতে গিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এর প্রধানত দুটি কারন রয়েছে। প্রথম কারণ এর অবস্থান এমন জায়গায় যা কলকাতা থেকে কাছে হলেও পাশেই রয়েছে গঙ্গা। অর্থাৎ জলের পরিমান বেশি। তাই রাতে যে পরিমান পারদ নামছে তা সকালে তাপমাত্রাকে আরও কমিয়ে দিচ্ছে বিস্তীর্ন জল। বেলার দিকেও তাকে বাড়তে দিচ্ছে না ওই জলই। এই গেল প্রথম অবস্থানগত কারন। দ্বিতীয়ত এই কৃষ্ণনগরের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তিরেখা। তাই এখানে মাঝেই এমন অন্যান্য জেলার থেকে তাপমাত্রা কমে যায় আবার বেড়ে যায়।
পাশাপাশি আজ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকলেও দক্ষিণের কিছু জেলায় তাপমাত্রা যেমন বেড়েছে, আবার কমেওছে।।এর কারণ হিসেবে হাওয়া অফিস জানাচ্ছে অরোট্রপিকাল পরিস্থিতি। কোথাও মাটি তাপমাত্রাকে ধরে রাখছে , কোথাও একটু ছাড় দিয়েছে। তবে আজ রবিবারের নিরিখে সত্যিই নজর কেড়েছে কৃষ্ণনগরের শীত।
রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, কাঁথি ৮.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ৮.০ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবারের আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্যেই স্পষ্ট জেলায় জেলায় তাপমাত্রার রোলারকোস্টার সম আচরণ।
প্রসঙ্গত শুক্রবার পয়লা জানুয়ারি ২০২১, আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০২০ বছরের শেষ দিনে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।