সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে আপাতত তিন দিন লকডাউনের(lockdown) ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার ও ২৫ জুলাই শনিবার এবং আগামী সপ্তাহের বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে।
এক নজরে দেখে নিন লকডাউনে কী কী ছাড় পাওয়া যাবে-
#লকডাউনের দিন সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ ব্যবস্থা সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে পুরোপুরি।
#তবে লকডাউনে যেসমস্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিয়ে বেসরকারি এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করা যাবে।
#ওষুধের দোকান খোলা থাকবে৷
#আইনশৃঙ্খলার ক্ষেত্রে ছাড় রয়েছে। আদালত, সংশোধনাগারে পরিষেবা ও দমকল লকডাউনের বাইরে রাখা হয়েছে।
#বিদ্যুৎ, জল, জঞ্জালের অপসারণের মত জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে৷
#ই-কমার্সকে ছাড় দেওয়া হয়েছে।
#একটানা উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে বাধ্য যেসব শিল্প ও গৃহশিল্প তাদের কাজের অনুমতি মিলেছে।
#রাজ্যের ভিতরে ও আন্তরাজ্য পরিবহণে ছাড় রয়েছে।
#কৃষিকাজ ও চা বাগান খোলা থাকবে
#মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যম লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
#রান্না করা খাবারের হোম ডেলিভারিকেও লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।
#অন্যদিকে লকডাউনের ঘোষিত দিনগুলিতে বাংলায় বন্ধ থাকবে পোষ্ট অফিস৷ বন্ধ রাখা হবে ব্যাংকও৷ এছাড়া দোকান বাজার৷ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না৷