লকডাউন কার্যকর করতে কড়া নজরদারি পুলিশের

আজ সকাল থেকেই হাওড়া ব্রিজে পুলিশি নজরদারি চলছে জোরকদমে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকেই কেবলমাত্র ছাড়া হচ্ছে। তবুও তাদের সমস্ত বৈধ কাগজপত্র চেক করছে পুলিশ। তারপরই গাড়ি ছাড়ছে। তার পরেও কিছু মানুষকে হাওড়া ব্রিজে অযথা ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর না পেলে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন । আর তাদের কথা না শুনলে পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করছে । প্রশাসনের তরফ থেকে বারবার করে বলা হয়েছে লকডাউন যেন সঠিকভাবে মানা হয় । তারপরও কিছু মানুষ নিজেদের নির্বুদ্ধিতার কারণে রাস্তায় অযথা ঘোরাঘুরি করছে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যারা এই লকডাউন মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবারএবং আগামী সপ্তাহে বুধবার। দুদিন করে লকডাউন । যে দুদিন এই লকডাউন থাকবে মানুষকে পুরোপুরি ভাবে মানতে হবে। কারণ সংক্রমণকে আটকাতে হলে মানুষকে এই লকডাউন মানতেই হবে । কিন্তু কিছু মানুষের নির্বুদ্ধিতার কারণে এই সংক্রমণ কিন্তু আরো দ্রুত ছড়িয়ে যাচ্ছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১২২১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৫ জন। তাই সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই লকডাউন যেতে খারাপ ভাবে কার্যকর করা হয় সে ব্যাপারে এদিন সকাল থেকে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.