বাজল ভোটের ঘণ্টা…
নির্বাচনের ঢক্কানিনাদ চারিদিকে শুরু হয়ে গেলেও সরকারি ভাবে ভোটের ঘন্টা এখনও বাজেনি।
সূত্রের খবর মার্চের পয়লা তারিখেই নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনী নির্ঘন্ট।
প্রথমে শোনা গিয়েছিল চলতি মাসের ২২ তারিখ ঘোষিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিনক্ষণ।
মমতা না মোদি
কে পাবে গোদি?
মূলতঃ এই প্রশ্ন সামনে রেখেই অনুষ্ঠিত হতে চলেছে একুশের মহারণ। রাজ্যের ভোটে মোদির সরাসরি কোনও অংশগ্রহণ না থাকলেও একুশের ভোট মোদি ইমেজ বনাম মমতা ইমেজের লড়াই বলেও অনেকে মনে করছেন। রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখাতে শুরু করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম, ঠিক যেমন ১০ বছর আগে পালাবদলের ভোটে তারা আগ্রহ দেখিয়েছিল।
এবারের নির্বাচন ওপর ওপর তৃণমুল বনাম বিজেপি ও বাম-কংগ্রেসের হলেও, ভেতরে ভেতরে এই ভোটের বহু রং বহু শেডস!
এই ভোট একদিকে যেমন মোদি ইমেজ বনাম মমতা ইমেজের লড়াই। একই সঙ্গে একুশের নির্বাচন মুকুলহীন শুভেন্দুহীন তৃণমূলের সঙ্গে মমতা-অভিষেকময় তৃণমূলের লড়াই হিসেবেও অনেকে দেখছেন।
বাম-কংগ্রেসের কাছে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাঁরা বিজেপিকে চান না অথচ মমতায় অতীষ্ট, তাঁদের সমর্থন বাম-কংগ্রেসের দিয়ে যেতেই পারে বলে অনেকের অভিমত।
শোনা যাচ্ছে, এবারের নির্বাচন কমিশনের ভূমিকা নজিরবিহীন হবে। রাজ্যের ভোটে আগে যেরকম হিংসা দেখা গেছে, তা এবার নাকি হবে না।
সব মিলিয়ে এখনও পর্যন্ত যা খবর, এ হেন আকর্ষণীয় নির্বাচনের ঢাকে অফিসিয়াল কাঠি পড়তে চলেছে আগামী পয়লা মার্চ।