২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করল শিক্ষা দফতর। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।
এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করোনা বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে পুরনো পদ্ধতিতেই খাতায়-কলমে হবে পরীক্ষা। প্রতিদিন একটি করে পরীক্ষা হবে। পরীক্ষায় লেখার জন্য ৩ ঘণ্টা ১৫ মিনিট করে সময় পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১.১৫টা।
তবে লেখা পরীক্ষা ১৫ জুন শুরু হলেও, প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগেই শেষ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ১০ মার্চ থেকে শুরু হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২০ এপ্রিলের মধ্যে তার ফল বোর্ডে জমা দিতে হবে স্কুলগুলিকে।
শিক্ষা দফতর সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। ৩ জুলাই পর্যন্ত চলবে সেই পরীক্ষা।
গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছিলেন, করোনা পরিস্থিতি ও বিধানসভা নির্বাচনের জন্য ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলে হবে উচ্চ মাধ্যমিক। এদিন উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশিত হলেও মাধ্যমিকের সূচি এখনও প্রকাশ করেনি পর্ষদ।
দেখে নিন উচ্চমাধ্যমিকের রুটিন।