রাজ্য পুলিশের উপর কোন ভরসা নেই সাধারণ মানুষের। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেবোনা, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বন্ধ রয়েছে দুর্গাপুর জেমুয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। পাওয়া খবর অনুযায়ী, জেমুয়ায় পাঁচটি বুথে মাত্র পাঁচটি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই দেখেই ক্ষোভে ফেটে পড়েছে ভোটারেরা। আর কেন্দ্রীয়বাহিনীর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
এছাড়াও ওই বুথে থাকা রাজ্য পুলিশের কর্মীর সাথেও বাগবিতণ্ডায় জড়িয়ে পরে সাধারণ মানুষ। সকাল বেলা ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই, ভোটাররা জেমুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের মেইন গেট বন্ধ করে দিতে চায় সাধারণ মানুষ। তাঁদের দাবি একটাই, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবেনা। একটা ভোটের থেকে একজনের জীবনের দাম অনেক বেশি।
রাজ্য পুলিশের বাঁধা দেওয়াতে স্কুলের গেট বন্ধ করা সম্ভব হয়নি ভোটারদের। ওই বুথের ভোটারের পরিস্কার জানিয়ে দিয়েছে যে, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ হয়েছিল। রাজ্য পুলিশ সব দেখেও অন্ধ হয়ে বসেছিল। তাই কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব না। যেকোন সময় তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা জাহির করে ভোটারেরা।