‘কাঠমানি’ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের নেতাদের। শুক্রবার সকাল থেকে বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য অরুণ গরাইয়ের কেশিয়াকোল গ্রামের বাড়িতে ‘কাটমানি’ ফেরতের দাবীতে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরীর একটা অংশ তৃণমূলের নেতাদের হাতে তুলে দিতে হয়েছে। এই ঘটনায় বেশ কয়েক জন যুক্ত থাকলেও তৃণমূল নেতা অরুণ গরাই তাদের কাছ থেকেই টাকা নিয়েছে। পরে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছেন বলে দাবী বিক্ষোভকারীদের। মুখের কথায় কাজ না হলে অনেক সময় ‘হুমকি’ দিয়েও টাকা আদায় করা হয়েছে বলে এদিন অনেকে দাবী করেন।