অসমের মত এবার উত্তরপ্রদেশে দুই সন্তান নীতি কার্যকর করতে বিশেষ পদক্ষেপ করল যোগী সরকার। কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তারা শীঘ্রই রাজ্যের দুই সন্তান নীতি চালু করতে চলেছেন। রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এর প্রথম খসড়া প্রকাশ করতে চলেছে যোগী সরকার। তবে এখনই এই বিল পেশ করা হবে না। আগামী ১০ দিন এই বিল সম্পর্কে জনমত সংগ্রহ করা হবে। তারপর ১৯ জুলাই বিল পেশ করা হবে।
নতুন আইন চালু হলে দুই বা তার কম সন্তান থাকলে তবেই পাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। এমনকি দুইয়ের বেশি সন্তান থাকলে বন্ধ হয়ে যাবে সরকারি চাকরির সুযোগ। দরিদ্র সীমার নিচে বাস করা কোনও দম্পতির যদি একটি সন্তান থাকে এবং তারা বন্ধাত্বকরণ এর অপারেশন করিয়ে নেয় তাহলে সেই পরিবারে স্ত্রীকে এককালীন ৮০ হাজার টাকা দেওয়া হবে যদি তার পুত্র সন্তান থাকে। আর কন্যা সন্তান থাকলে তিনি পাবেন ১ লক্ষ টাকা।
উত্তরপ্রদেশের বাড়তে থাকা জনসংখ্যা দীর্ঘদিন ধরেই প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে এই বিষয়ে পদক্ষেপ করতে চাইছে যোগী সরকার। যোগী সরকার বলেছে, অশিক্ষা ও দারিদ্র্যের অন্যতম কারণ জনবিস্ফোরণ। কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে সচেতনতা কম, আর তাই সাম্প্রদায়িক ভিত্তিতেই সচেতনতা গড়ে তোলা একান্ত প্রয়োজন বলে মনে করে রাজ্য সরকার।
তথ্য অনুযায়ী যোগী রাজ্যে বর্তমানে প্রজননের হার ২.৭%। যেটা ২.১ শতাংশেরও কম হওয়া দরকার। তাই নানা পরিসংখ্যান খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হবে। তারপরই পদক্ষেপের চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।