উত্তপ্ত ভাটপাড়া৷ ভোটের আগে বা পরে, রাজনৈতিক সংঘর্ষে বারে বারে হিংসার ঘটনা ঘটেছে কাঁকিনাড়া. জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি অঞ্চলে৷ ইতিমধ্যেই নিহত দু’ই বিজেপি কর্মী৷ বিজেপির অভিযোগের তির শাসক দল ও পুলিশের বিরুদ্ধে৷ এই পরিস্থিতিতে আজ ভাটপাড়া যাচ্ছেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল৷
ভাটপাড়ায় হিংসার ঘটনাকে রাজ্যের গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে রাজি নয় গেরুয়া শিবির৷ মমতা সরকারের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতাকে দেশের সামনে তুলে ধরতে চায় বিজেপি৷
শুক্রবারই ভাটপাড়ার পরিস্থিতির কথা সংসদে তুলে ধরেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল পাঠাবার জন্য দরবার করেন৷ তার আগে, বৃহস্পতিবারই মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা দলের সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর জন্য আবেদন করেন৷
শনিবার, দুপুর ১২টা নাগাদ তিন সদস্যের বিজেপির সংসদীয় প্রতিনিধি দল ভাটপাডা়য় যাবেন বলে খবর৷ এই প্রতিনিধি দগলে রয়েছেন, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, সত্যপাল সিং ও বি ডি রাম৷ পদ্ম শিবিরের দুই গেরুয়া সাংসদ সত্যপাল সিং ও বি ডি রাম ছিলেন আইপিএস৷ মুম্বই ও ঝাড়খণ্ডে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন৷
শুধু বিজেপি’র প্রতিনিধি দলই নয়৷ ভাটপাড়ায় এদিন যাওয়ার কথা রয়েছে কংগ্রেস ও বামেদের প্রতিনিধি দলও৷ ভাটপাড়ায় নিহতদের বাড়িতে যাবেন বিজেপির প্রতিনিধি দল। নিহতদের বাড়িক কাছে মোতায়েনকরা হয়েছে র্যাফ মোতায়েন করা হয়েছে ব়্যফ ও পুলিশ।
এদিকে শুক্রবারের পর ভাটপাড়ায় নতুন করে আর অশান্তি ছড়ায়নি৷ ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে৷ বৃহস্পতিবারের ঘটনার পর এলাকার দোকানপাট বন্ধ থাকলেও শনিবার সকাল থেকে তা আস্তে আস্তে খুলতে শুরু করেছে৷
গত বৃহস্পতিবার, নতুন থানার উদ্বোধন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়। থানার ২০০ গজের মধ্যে চলে গুলি ও বোমাবাজি। গুলিতে নিহত হন দুই দু’জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় নামানো হয়েছে র্যাফ, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।দুষ্কৃতীদের হটাতে শূন্য কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে পুলিশ৷
এই ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূল ও পুলিশের দিকে৷ পালটা শাসক জলের দাবি, এলাকায় অশান্তির উদ্দেশ্যেই বহিরাগতদের এনে হিংসা ছড়াচ্ছে বিজেপি৷