NSG গ্রুপে ভারতের সদস্যতা নিয়ে আবারও ভারতের বিরোধিতা করলো চীন

প্রতিবেশী দেশ চীন নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ ( NSG ) তে ভারতের সদস্যতা নিয়ে আবারও নাক গলাল। চীন শুক্রবার জানায়, নন NPT সদস্য দেশগুলির জড়িত থাকার বিষয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা পৌঁছানোর আগে, এই গোষ্ঠীতে ভারতের প্রবেশের বিষয়ে কোন আলোচনা হবে না। ২০১৬ সালে মে মাসে ভারত NSG এর সদস্যপদের জন্য আবেদন করেছিল। আর তখন থেকেই চীন বলে আসছে যে, এই গোষ্ঠীতে সেই দেশ গুলোকেই যুক্ত করা হোক, যারা Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) চুক্তিতে স্বাক্ষর করেছে।

NSG ৪৮ টি দেশের একটি সংগঠন, যারা গোটা বিশ্বে পরমাণু হাতিয়ারের ব্যাবসা করে। ভারত আর পাকিস্তান NPT তে স্বাক্ষর করেনি। আর এই গ্রুপের সদস্য হওয়া জন্য ভারতের আবেদনের পরেই, পাকিস্তানও আবেদন করে।

NSG তে ভারতের সদস্যতা নিয়ে চীনের বিদেশ মন্ত্রালয় এর মুখপাত্র লু কাং বলেছেন, যারা NPT তে স্বাক্ষর করেনি, তাঁদের কোন বিশেষ পরিকল্পনা ছাড়া এনএসজি গ্রুপের সদস্য বানানো নিয়ে কোন চর্চা হবেনা। আর এই জন্য এই গোষ্ঠীতে ভারতের সদস্যতা নিয়েও কোন চর্চা হবেনা।

লু আরও বলেন, এনএসজি এর সদস্যতা নিয়ে চীন ভারতের পথের কাঁটা কোনদিনও ছিলনা। লু বলেন, বেজিং চায় এনএসজি-তে সব নিয়ম আর অনুশাসনের পালন হোক। কাজাকিস্তানে আগামী ২০-২১ জুন এনএসজি এর বৈঠক হচ্ছে। লু বলেন, ‘আমি যতদূর জানি, এটা পূর্ণ বৈঠক হচ্ছে, আর এই বৈঠকে এনপিটি-তে স্বাক্ষর না করা দেশ গুলোর সদস্যতা আর তাঁদের সাথে জড়িত রাজনৈতিক এবং আইনি ইস্যু গুলো নিয়ে চর্চা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.