যাদবপুরের খোলনলচে বদল চাই। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে হোক ঋষি অরবিন্দ ইউনিভারসিটি।
কারণ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান / জাতীয় কলেজ যা থেকে আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্ভব তার প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ যোষ। এই প্রতিষ্ঠান ছিল আদ্যন্ত এক জাতীয়তাবাদী শিক্ষা মন্দির। এখানে এত ভারত বিরোধিতা কাদের আস্কারায়?
অরবিন্দ সম্পর্কে বামপন্থীদের তীব্র আপত্তিতে নাম পরিবর্তনের বিরুদ্ধে বাম-নকশালরা পাল্টা আন্দোলনে নামলেই তা জনসাধারণের সামগ্রিক আলোচনার বিষয়ে পর্যবসিত হবে, তখন মানুষই সিদ্ধান্ত গ্রহণ করে যাদবপুরের ভারত বিরোধিতার সমাপ্তি চাইবেন।
নাম পরিবর্তনের দাবী সেইজন্য।