কেশপুরে বিক্ষোভের মুখে ভারতী ঘোষ৷ একই ছবি মেদিনীপুরের রামপুরাতেও৷ মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷
রবিবার রাজ্যের আট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ ভোট হচ্ছে মেদিনীপুর আসনে৷ বেলা গড়াতেই রামপুরা থেকে বুখ জ্যামের অভিযোগ পান রাজ্য বিজেপি সভাপতি ও মেদিনীপুরের গেরুয়া দলের প্রার্থী দিলীপ ঘোষ৷ দলীয় সূত্রে অভিযোগ পেয়েই রামপুরায় যান তিনি৷ তাঁকে দেখেই বিক্ষোভ শুরু করেন রাজ্যের শাসক দলের কর্মী, সমর্থকরা৷ অভিযোগ পদ্ম শিবিরের৷
রামপুরায় পৌঁছেই দিলীপবাবু বুথে প্রবেশ করেন৷ কেন তিনি বুথের মধ্যে ঢুকবেন? তাই নিয়েই বিজেপি ও তৃণমূল বচসা শুরু হয়৷ তৃণমূল কর্মী ও সমর্থকদের দাবি দিলীপ ঘোষ বুথে ঢুকতে পারেন না৷ তাঁকে আটকানোরও চেষ্টা করা হয়৷ কিন্তু সেই বাঁধা ঠেলেই বুথে ঢুকে বিজেপি এজেন্টের সহ্গে কথা বলেন প্রার্থী৷ তারপর বুখ থেকে বের হওয়ার মুকে ফের বাঁধা পেতে হয় তাঁকে৷
সেই সময়ই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে চলে তুমুল বিক্ষোভ৷ বিজেপি প্রার্থী গাড়িতে বসলেও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ তৃণমূল কর্মীদের বিক্ষোভে আটকে পড়া দিলীপ ঘোষকে সুরক্ষিতভাবে অন্যত্র সরাতে হস্তক্ষেপ করে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এই বিক্ষোভের কথা কমিশনকে জানানো হয় বিজেপির পক্ষ থেকে৷