ভোটের কাঠি পড়তেই শুরু হয়ে গেছে দলবদলের খেলা। কোন নৌকা ডুবতে থাকলে যেমন নৌকায় সওয়ার যাত্রীরা একে একে নৌকা ছাড়তে থাকে, তেমনই ভোটের নিয়ম টাও এক। যখনই নেতা কর্মীরা বোঝে দলের দ্বারা এই জয় সম্ভব না, তখন সুরসুর করে পুরানো দল ছেড়ে নতুন দল অথবা যেই দল জিততে পারবে সেই দলে নাম লেখান তাঁরা।
আমাদের রাজ্যেও ঠিক এমনই পরিস্থিতি। রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা, কর্মীরা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। সেরকমই ঘটনা ঘটে গেলো বর্ধমানে। বুধবার বর্ধমানের আমড়া এলাকায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দলবল নিয়ে যোগ দেন বিজেপিতে।
আমড়ার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান বিজেপিতে যোগদান করে প্রাক্তন দলের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন। আরেকদিকে বৃহস্পতিবার বর্ধমানের টাউনহলে বিজেপি পরিচালিত একটি অনুষ্ঠানে এসএফআই এর প্রাক্তন জেলা প্রাক্তন জেলা সহ সভাপতি সাধন দত্ত এবং প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী সহ প্রায় ৪০ জন গেরুয়া শিবিরে নাম লেখান।
ভোটের আগে বর্ধমানে শাসক এবং বিজেপি বিরোধী দল থেকে আগত এই নতুন সদস্যদের যোগদানের পর বেশ চাঙ্গা গেরুয়া শিবির।