সারদার টাকা ফেরত দেবেন শতাব্দী, ইডিকে চিঠি তৃণমূল সাংসদের

সারদার টাকা ফেরত দিতে চান তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়৷ এই মর্মে এনফোর্সমেন্ট ডাইরক্টরেটকে চিঠিও দিয়েছেন তিনি৷ সোমবারই শতাব্দী রায়কে নোটিশ পাঠায় ইডি৷ বলা হয় সারদা তদন্তে তাঁর হাজিরা প্রয়োজন৷

এবারই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার তাঁকে হাজিরা দিতে বলা হয় ইডির দফতরে৷ তবে সংসদে অধিবেশন চলার কারণ দেখিয়ে প্রতিবারই গরহাজির ছিলেন তিনি৷ সোমবার নোটিশ পাওয়ার পর শতাব্দী রায় একটি চিঠি দেন ইডির তদন্তকারী আধিকারিকদের৷

সেই চিঠিতে শতাব্দী জানান, তিনি সারদার সঙ্গে চুক্তি করেছিলেন তাঁকে ব্র্যাণ্ড অ্যাম্বাসাডরের পদ দেওয়া হয়েছিল৷ চুক্তি অনুযায়ী ৪২ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তাঁর৷ তবে টিডিএস কেটে হাতে পান ২৯ লক্ষ টাকা৷ এই পরিমাণ অর্থই তিনি ইডির আধিকারিকদের হাতে তুলে দিতে চান৷

শতাব্দী আরও জানিয়েছেন, ৭ই অগাষ্ট শেষ হচ্ছে সংসদের অধিবেশন৷ তারপরেই ইডির দফতরে নিজে এসে হাজিরা দেবেন তিনি৷ তখনই আধিকারিকদের হাতে তুলে দেবেন ওই টাকা৷ সঙ্গে জমা দেবেন প্রয়োজনীয় নথিপত্রও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.