করোনা আবহে নয়া ইতিহাস গড়ছে তিলোত্তমা কলকাতা। দেশে এই প্রথম মহানগরেই তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি (Tram Library)। অর্থাৎ ট্রামের যাত্রা পথেই মিলবে বই পড়ার সুযোগ। শুধুমাত্র ছাপার অক্ষর নয়, যাত্রীরা অনলাইনেও বই পড়তে পারবেন। ট্রামেই থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। বৃহস্পতিবার থেকে শহরের বুকে যাত্রা শুরু হবে এই ট্রাম লাইব্রেরির। করোনা আর আমফানের জোড়াফলায় বিদ্ধ কলকাতার ঐতিহাসিক ট্রাম রুটগুলি। ছ’টি রুটের মধ্যে আপাতত চারটি রুটে ট্রাম চলাচল শুরু করেছে। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটও চালু হচ্ছে। এই রুটেই ছুটবে ট্রাম লাইব্রেরি।
কেমন হবে সেই লাইব্রেরি? ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই। গল্প-উপন্যাস-ম্যাগাজিনের পাশাপাশি থাকবে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও। ট্রামে থাকছে ফ্রি ওয়াইফাই এবং হটস্পটের সুবিধা। ফলে ছাপার অক্ষরের পাশাপাশি অনলাইনেও নানাধরণের বই পড়তে পারবেন যাত্রীরা। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও। পরে এই লাইব্রেরির কর্মপরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করা রয়েছে। রাজ্য পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, এই ট্রামে বই পড়ে শোনানোর আসরের ব্যবস্থা করা হবে। ট্রামেই নিয়মিত বই উদ্বোধনের বিষয়টিও রাখা হবে। এমনকী, নভেম্বর মাসে ট্রাম সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রাখা হয়েছে। সব মিলিয়ে এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।