আগামী ২৪ ঘণ্টা খবর কলকাতা (Kolkata) ও তদসংলগ্ন এলাকায় বৃষ্টি কমার কোনও পূর্বাভাস নেই। অন্ধ্রপ্রদেশের ওপর ঘূর্ণাবর্তের ফলেই দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু অনেক বেশি সক্রিয়। সেই কারণে বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। বাদ বাকি জেলাতেও ভালো বৃষ্টি হবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে।। এই বৃষ্টির ফলে তাপমাত্রা থাকবে অনেকটাই কম।
অস্বস্তিকর গরমের পরিবেশ খানিকটা হলেও কমে যাবে। উত্তরবঙ্গে উপরে ৫টি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহারেরও বৃষ্টি হবে আজ এবং কালকে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা যেমন মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। পরশু থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী ২৬-২৭ তারিখে বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এখনও পর্যন্ত ৭৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর।
নীল রায়