রাজ্যের ৯টি প্রাচীন স্থাপত্য পেল হেরিটেজ তকমা। বৃহস্পতিবার কলকাতা, হুগলি ও উত্তর ২৪ পরগনার ৯টি প্রাচীন স্থাপত্যকে হেরিটেজ তকমা দিয়েছে রাজ্য সরকার।
রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন বলেন, “রক্ষণাবেক্ষণ ও প্রোমোটারদের হাত থেকে এসব ইতিহাস সমৃদ্ধ স্থাপত্যকে বাঁচাতেই হেরিটেজ তকমা দিয়েছে রাজ্য সরকার।” রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “এই হেরিটেজ সাইট গুলি রক্ষণাবেক্ষণের জন্য ওই এলাকার কিছু সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাউকে না পেলে তখন রাজ্য সরকারই রক্ষণাবেক্ষণ করবে।”
এই হেরিটেজ তালিকায় নাম রয়েছে কলকাতার ২টি, ব্যারাকপুরের ৪টি এবং চন্দননগরে ৩টি স্থাপত্যের। আবার এর মধ্যে রয়েছে ২টি মন্দির। দক্ষিণেশ্বরের আদলে তৈরি ব্যারাকপুরের শিবশক্তি অন্নপূর্ণা মন্দির ও হুগলির মহানাদের ব্রহ্মময়ী কালীমাতা মন্দির। এছাড়া রয়েছে চন্দননগরের কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির, প্রবর্তক সংঘের শ্রী মন্দির, নন্দলাল ভড়ের বাড়ি। আবার নীলকুঠি হিসেবে পরিচিত ব্যারাকপুরের স্টুয়ার্ট সাহেবের কুঠি ও সেন্ট বার্থোলোমিউস ক্যাথিড্রাল রয়েছে এই হেরিটেজ তালিকায়।