মহারাষ্ট্রের ঔরাঙ্গবাদ (Aurangabad)জেলায় মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৬ জন শ্রমিকের প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ((Narendra Modi)। মর্মাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রাণহানির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। শুক্রবার সকালে মহারাষ্ট্রের ঔরাঙ্গবাদে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নিজে গোটা ঘটনার দিকে নজর রাখছেন। সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রেল দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)জানিয়েছেন, ঔরাঙ্গবাদের রেল দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।রেল সূত্রের খবর, শুক্রবার সকালে রেললাইনের উপর বেশ কয়েকজন শ্রমিককে দেখতে পান মালগাড়ির লোকো পাইলট, ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন তিনি, ততক্ষনে সব কিছু শেষ! পারভানি-মানমাদ সেকশনে বদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে ট্রেনটি তাঁদের ধাক্কা মারে। জখমরা ঔরাঙ্গবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু হয়েছে। ঔরাঙ্গবাদের পুলিশ সুপার মোকশাদা পাটিল জানিয়েছেন, সকাল ৫.১৫ মিনিট নাগাদ, একটি মালগাড়ি তাঁদের উপর থেকে চলে যায়। মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের।
2020-05-08