বিজেপি কর্মীর ছেলেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের। এমনটাই অভিযোগ আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের। ঘটনার পরিপেক্ষিতে ৪জন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা বিজেপি তরফে দাবি, সোমবার বিকেলে আলিপুরদুয়ারের উত্তর নারারথলির খোয়ারডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থী জন বারলার সমর্থনে একটি পথসভা করবার কথা ছিল। সেইমত পতাকা ফেস্টুন লাগানোর কাজ চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব নার্জিনারি, সুরজ বসুমাতা দলবল নিয়ে বিজেপি কর্মী হরিদাস দাসের উপর হামলা চালায়। রাস্তায় ফেলে হরিদাসকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির অদূরে ছেলেকে মারা হচ্ছে শুনে ঘটনাস্থলে আসেন হরিদাসের মা সুখবালা দাস(৭৫)। বৃদ্ধা সুখবালাদেবীকে সজোরে ধাক্কা মারলে রাস্তায় পড়ে নিথর হয়ে যান।
দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনায় রাতেই কামাক্ষাগুড়ি আউট পোষ্টে তৃণমূল কংগ্রেসের ৪জনের নামে অভিযোগ দায়ের করেন হরিদাস দাস। জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, “আমাদের পথসভা বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা করেছে তৃণমূল কংগ্রেস। মারধর করা হয়েছে আমাদের কর্মীদের। এমনকি আমাদের এক কর্মীর মাকে খুন করা হয়েছে। আমরা গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।”