পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নিচে

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা । অবশেষে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নিচে । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩,৯৮৪ । রবিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৩,৯৮৪ জন। তাঁদের মধ্যে ৫৯৭ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে কলকাতা। তবে আগের দিনের তুলনায় সামান্য ঊর্ধ্বমুখী সেখানকার গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২৬ জন। তৃতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ৪১৬ জন। হাওড়া চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ২৮৭ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা  গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে দার্জিলিং ও  জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে  মোট আক্রান্তের সংখ্যা ১৪,৬১,২৫৭।করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৮৪ জনের । যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ২০ জন উত্তর ২৪ পরগনার। ১৫ জন কলকাতার । দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় একদিনে করোনার বলি ৯ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৮৯৬।একদিনে সুস্থ হয়ে উঠেছে ২,৪৯৭ । ফলে, মোট সুস্থ হয়ে উঠছেন ১৪,২৬,৭১০ ।এদিন রাজ্যে ১টি জেলা বাদ দিয়ে বাকি সব জায়গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এদিন ১,৪০৩ সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গে। যার ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১৭,৬৫১। বর্তমানে রাজ্যে সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৯৭.৬৪ শতাংশ। সংক্রমণের হার ৬.৬৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.