রাজ্যে আবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামী সপ্তাহের আবার রাজ্যে আসছে। এবারের সফরে কমিশনের ফুল বেঞ্চ আসবে উত্তরবঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার অসম থেকে শিলিগুড়িতে আসার সম্ভাবনা রয়েছে কমিশনের ফুল বেঞ্চের। এই সফরে উত্তরবঙ্গের জেলাগুলির প্রাক নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি কথা বলবেন রাজ্য প্রশাসনের করতে ও জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে।

কিছুদিন আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আবার রাজ্যে আসছে। কমিশন সূত্রে জানা গেছে উৎত্তরবংগের নির্বাচন পরিস্থিতিকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়েই যে কমিশন উত্তরবঙ্গে র্বাচন করতে চলেছে এই সফরই তার বার্তা দিচ্ছে। উত্তরবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি, বুথের নিরাপত্তা, আচরণবিধি সঠিক উপায়ে মণ হচ্ছে কী না, এই সব বিষয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন কমিশনের ফুলবেঞ্চের আধিকারিকরা।

এবার করোনা পরিস্থিতিতে নির্বাচন হতে চলেছে রাজ্যে। তাই করোনা বিধি সঠিকভাবে মণ হচ্ছে কী না সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রচার, ভোট কর্মীদের প্রশিক্ষণ ইত্যাদি কাজে করোনা বিধি মানা হচ্ছে কী না সেটা নজরদারি চালাচ্ছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশন চাইছে করোনা বিধি যেন সঠিকভাবে মেনে চলেই নির্বাচনের কাজ হয়।

কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে নির্বাচন কমিশন নিয়োজিত বিশেষ পর্যবেক্ষকরা নজরদারি চালাচ্ছেন। আধা সেনার গতিবিধি কেন সর্বত্র নজরে আসছে না, তা নিয়ে বিশেষ পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন। বিশেষ পর্যবেক্ষকদের বক্তব্য, সাধারণ মানুষ যাতে আধা সেনার গতিবিধি দেখতে পে সেভাবেই আধা সেনাদের রুট মার্চ পুলিশের তত্ত্বাবধানে চালাতে হবে। বিশেষ পর্যবেক্ষকদের নজরের বাইরে কিছু হলেই যে তারা সরব হবেন সেটা বুঝিয়ে দেন তাঁরা। এদিকে কেন নির্বাচনী বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে প্রবেশ করতে দেওয়া হবে না তা নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার কাছে শুক্রবার দরবার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এলে এই প্রসঙ্গটি তাদের কাছে আবার তুলে ধরবেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.