৫১ শতাংশ ভোটের আশ্বাস নিয়ে বিধানসভার ময়দানে নামছে বিজেপি, আব্বাস সিদ্দিকি ও আসাউদ্দিনের বৈঠক নিয়ে মন্তব্য কৈলাশের

রাজ্যে ৫১ শতাংশ ভোটের আশ্বাস নিয়ে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামছে বিজেপি। আব্বাস সিদ্দিকির সাথে আসাউদ্দিন ওয়েসির বৈঠক নিয়ে তোপ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র। তিনি বলেন, ৫১ শতাংশ ভোটের উপর বিশ্বাস রেখে বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। বাকি ভোট নিয়ে কে কোথায় দাঁড়াবে সে ব্যাপারে তাদের কোনও মাথাব্যাথা নেই। কারণ এই রাজ্যের মানুষ ঠিক করেই ফেলেছে দিদির তৃণমূলকে সরিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা বিজেপিকে ক্ষমতায় আনবে। রবিবার বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান বিজেপির ওই কেন্দ্রীয় নেতা।

এদিন সকালে মালদা থেকে সড়ক পথে বালুরঘাটে এসে পৌছান কৈলাশ বিজয়বর্গীয়। বাইক র‍্যালির মাধ্যমে তাকে স্বাগত জানান যুব নেতারা। এরপরেই জেলার পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি পর্যায়ের বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীয়। যেখানে জেলা সভাপতি বিনয় বর্মন, সাংসদ সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতা সায়ন্তন বসুর উপস্থিতিতে ওই বৈঠকে বুথ স্তরের প্রতিনিধিদের নির্বাচনী রণকৌশলের পাঠ দেন কৈলাশ। বিধানসভা ভোটের প্রচারে বেশকিছু ইস্যু সামনে এনে নিজ নিজ এলাকায় প্রচারের উপর জোর দিতে বলেন পঞ্চায়েত প্রতিনিধিদের। মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্বেও এরাজ্যে মহিলাদের যে নিরাপত্তা নেই সেই বিষয় তুলে ধরে প্রচার করবে বিজেপি নেতৃত্বরা। একই ভাবে গরিব মানুষের জন্য উজ্জ্বলা গ্যাসের সুবিধা, জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে প্রদান প্রভৃতি জনকল্যাণ মূলক প্রকল্পের কথা তুলে ধরে নির্বাচনী প্রচারে মানুষের দোরে দোরে যাওয়ার কথা বলা হয়েছে এদিনের বৈঠকে। একই সাথে কৃষকদের স্বার্থে চালু করা প্রকল্প এই রাজ্যে লাগু না করা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রচার করতে হবে বুথ স্তরের নেতৃত্বদের বলেও জানিয়েছেন।

কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, রাজ্যের জন্য কৃষকরা মাসে ৬ হাজার টাকা করে পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে তাদের বঞ্চিত হওয়া তিন মাসের টাকা এক বারেই দিয়ে দেওয়া হবে। একই ভাবে কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের দেওয়া চাল থেকে যে কাটমানি খেয়েছেন তৃণমূল নেতারা সেই প্রসঙ্গ তুলে ধরে চাল চোর সরকার বলেও এদিনের সভায় শ্লোগান দিয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। সভা শেষে দুই চিকিৎসকের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.