টালা ব্রিজের মেরামতি! রুট বদল ১৩টি বাসের

টালা ব্রিজের (Tallaha Bridge) মেরামতির কাজ চলার জন্য প্রায় ১৩টি বাস রুট পরিবর্তন করা হল। আগামী তিন বছর ব্রিজের কাজের জন্য পরিবর্তিত থাকবে রুট। সেই রাস্তায় ঘুরে যাওয়ার জন্য ভাড়া না হওয়ায় সমস্ত রুটের বাস ১৪ দিন বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে সমস্ত বাস রুট চালু করা হবে। নর্থ কলকাতা বাস মিনিবাস অনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ন বসু সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থানের কথা স্পষ্ট করেছেন।

৩২এ

মহিষবাথন থেকে দক্ষিণেশ্বর (Dakhshinewar) ছিল রুট। পরিবর্তন করে এখন চিড়িয়ামোড় থেকে দমদম রোড হয়ে নাগেরবাজার লেকটাউন উল্টোডাঙ্গা হয়ে হাডকো হয়ে মহিষবাথান যাবে।

৭৮

এই বাসের রুট ব্যারাকপুর (Barrackpur) থেকে এসপ্লেনেড (Esplanade) ছিল।‌ পরিবর্তন হয়ে এখন ব্যারাকপুর থেকে পাইকপাড়া আসবে তারপর আবার ব্যারাকপুর ফিরে যাবে।

৭৮/১

এই বাসের রুট রহরা বাজার থেকে এসপ্লেনেড ছিল। এখন রহড়া বাজার থেকে আসবে চিড়িয়ামোড় থেকে পাইকপাড়া, মিল্ক কলোনি, শ্যামবাজার হয়ে পুরোনো রুট ধরে এসপ্লেনেড যাবে।

২০১

রুট কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সল্টলেক করুণাময়ী ছিল। এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে আসবে চিড়িয়ামোড়, পাইকপাড়া, মিল্ক কলোনি, আর জি কর রোড হয়ে শ্যামবাজার তারপর রাজাবাজার, ফুলবাগান থেকে হাডকো হয়ে সল্টলেক করুণাময়ী যাবে।

২০২

রুট ছিল নাগেরবাজার থেকে টালা ব্রিজ হয়ে সায়েন্স সিটি (Science City)। এখন নাগেরবাজার থেকে লেক টাউন উল্টোডাঙ্গা হয়ে খান্না পুরোনো রুট ধরে সায়েন্স সিটি যাবে।

২১৪

বড় বটতলা থেকে বিবাদি বাগ রুট ছিল। এখন বড় বটতলা থেকে পাইকপাড়া থেকে আবার বড় বটতলা ফিরে যাবে।

২১৪ এ

চেতলা পার্ক থেকে শুকচর গির্জা ছিল রুট। এখন শুকচর থেকে দমদম রোড ধরে যশোহর রোড ধরে আর জি কর শ্যামবাজার হয়ে পুরোনো রুট ধরে চেতলা পার্ক যাবে। চেতলা থেকে শুকচর যাওয়ার সময় বেলগাছিয়া হয়ে পাইকপাড়া চিড়িয়ামোড় হয়ে শুকচর যাবে।

২২২

বনহুগলি থেকে বেহালা চৌরাস্তা ছিল রুট। এখন গ্যালিব স্ট্রিট থেকে বেহালা চৌরাস্তা যাবে। তারাতলা ব্রিজ ভেঙে যাওয়ার পর মোমিনপুর থেকে বনহুগলী চলাচল করছিল। সেই রুট আবারও পরিবর্তন করা হল।

৩৪সি

রুট ছিল এসপ্লেনেড থেকে নোয়াপাড়া। এখন নোয়াপাড়া থেকে চিড়িয়ামোড়, নাগেরবাজার, লেকটাউন, উল্টোডাঙ্গা স্টেশন হয়ে খান্না হয়ে পুরোনো রুট ধরে এসপ্লেনেড যাবে।

৩৪বি

এসপ্লেনেড থেকে ডানলপ ছিল। এখন চিড়িয়ামোড় নাগেরবাজার লেকটাউন, হাডকো, ফুলবাগান হয়ে রাজাবাজার হয়ে পুরানো রুট ধরে এসপ্লেনেড যাবে।

১০ টি বাস রুট ও ৩টি মিনি বাস রুট বন্ধ ছিল। সোমবার বাস রুট চালু করার জন্য নর্থ কলকাতা বাস মিনিবাস অনার্স এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে প্রশাসন। বৈঠকে সিদ্ধান্ত হয় বাস রুট চালু করার জন্য। মঙ্গলবার থেকে নতুন রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস এসোসিয়েশন কর্তারা।

সূর্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.