বাংলায় কি বিজেপির মুখ সৌরভ, উত্তর দিলেন অমিত শাহ

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হওয়ার থেকেই জল্পনা তুঙ্গে। তাঁর সঙ্গে বিজেপির যোগ থাকার গন্ধ পাচ্ছেন অনেকেই। শোনা যাচ্ছে, অমিত শাহ শিবিরের সঙ্গে বৈঠকের পরই নাকি সৌরভের এই পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সৌরভ নিজে একথা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে বৈঠকের পরও তিনি জানতেন না যে তিনিই বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন খোদ অমিত শাহ।

সোমবার সৌরভের সঙ্গে বিজেপি যোগের সব জল্পনা উড়িয়ে দেন অমিত শাহ। বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্তে তাঁর কোনও হাত ছিল না বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিসিসিআই প্রেসিডেন্ট ঠিক করিনি। বিসিসিআই-এর নিজস্ব প্রক্রিয়াতেই প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে।’

তাঁর সঙ্গে সৌরভের বৈঠক হয়েছে কিনা, সে ব্যাপারে প্রশ্ন কা হলে অমিত শাহ সরাসরি কোনও উত্তর দেননি, আবার অস্বীকারও করেননি। তিনি বলেন, ‘সৌরভ আমার সঙ্গে দেখা করতেই পারে। আমি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। সৌরভের সঙ্গে আমার বৈঠক হলেও কোনও ক্ষতি নেই।’

আর বারবার যে প্রশ্ন উঠে আসছে যে বাংলায় বিজেপির মুখ হিসেবে সৌরভ প্রচার করবেন কিনা, তা নিয়ে অমিত শাহ বলেন, ‘আমাদের সঙ্গে সৌরভের কখনও এব্যাপারে কথা হয়নি। আমরাও কখনও তাঁকে যোগ দিতে বলিনি আবার তিনিও কখনও দলে যোগ দিতে অস্বীকার করেননি।’ আর বাংলায় কোনও মুখ ছাড়াই বিধানসভা নির্বাচনে জয় আসবে বলে মনে করেন অমিত শাহ। তিনি বলেন, ‘আমরা কোনও মুখ ছাড়াই ১৮টি আসনে জয়ী হয়েছি।’

অমিত শাহ জল্পনা কিছুটা উস্কে বলেন, ‘আমরা কোনও মুখ চাই না এমন নয়, তবে মুখ ছাড়াও আমরা জিততে পারি।’ আর সৌরভ যদি সত্যিই বিজেপিতে যোগ দেন? অমিত শাহের উত্তর, ‘আমরা তাঁকে স্বাগত জানাব। ও যদি আসে ভালোই হবে। তবে আমাদের মধ্যে কোনও ডিল হয়নি।’

উল্লেখ্য, ব্রিজেশ পটেলই প্রেসিডেন্ট হতে পারেন বলে শোনা যাচ্ছিল। রবিবার রাতে কিন্তু নাটকীয় ভাবে মোড় ঘুরিয়ে দেন সৌরভ। রাত সাড়ে দশটা পর্যন্তও সৌরভের প্রেসিডেন্ট হওয়ার কোনও আশাই প্রায় ছিল না। শেষপর্যন্ত ঠিক হয়, সৌরভই বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ৷ এবং অমিত পুত্র জয় শাহ হচ্ছেন সচিব ৷

এরপর থেকেই জল্পনা তৈরি হয়, বিজেপির হয়ে প্রচারের ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাই এই পদ এসেছে তাঁর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.