চিট ফান্ড মামলায় ৭ দিনের মধ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। রাজীব কুমারকে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানায় সিবিআই। সেই প্রসঙ্গে এ দিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মন্তব্য করেন, “প্রয়োজনে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে”। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং বর্তমান এডিজি (সিআইডি) রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য আগেই সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, যতবারই রাজীব কুমারের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলেছেন, কোনওবারই তিনি সত্যি কথা বলেননি। বরং প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায় তদন্তকারীদের সন্দেহ হয় যে তিনি কাউকে আড়াল করতে চাইছেন।
চিটফান্ড মামলায় এর আগের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চের সামনে একটি স্টেটাস রিপোর্ট পেশ করেছিল সিবিআই। যা পড়ে তখন প্রধান বিচারপতি বলেছিলেন, রাজীব কুমার সম্পর্কে আপনারা যে অভিযোগ করেছেন, তা তো খুবই গুরুতর। এর পর তো আর চোখ বুজে থাকা যায় না। তার পরেই আদালত জানিয়েছিল, সিবিআই স্টেটাস রিপোর্টের মাধ্যমে যা চেয়েছে তা যেন হলফনামা আকারে আদালতে পেশ করে। তার পর তা দেখে রাজ্য এক সপ্তাহের মধ্যে তাদের হলফনামা পেশ করবে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি চিট ফান্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে যান সিবিআই অফিসাররা। কিন্তু সেখানে তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। তাঁদের হেনস্থা করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকী সেদিন সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এরপর প্রতিবাদ জানাতে ধর্মতলায় ধর্ণায় বসেন তিনি।
সেই সময় সুপ্রিম কোর্ট অবশ্য জানায় সিবিআই-এর সামনে অবশ্যই হাজিরা দিতে হবে রাজীব কুমারকে। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। তারপর টানা ৫ দিন ধরে শিলংয়ে রাজীব কুমারকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এখন দেখার রাজীব কুমার কবে সুপ্রিম কোর্টে তাঁর জবাব দেন।