আগুন লাগল স্টেটসম্যান হাউজের ছাদে। শনিবার রাতে হঠাৎই আগুন লেগে যায় স্টেটসম্যান হাউজের তিনতলার ছাদে। কী ভাবে আগুল লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। সূত্রের খবর, ওই সংস্থার কর্মীরা ওই বহুতল থেকে বেরিয়ে যাওযায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জানা যাচ্ছে, স্টেটসম্যান হাউজের চতুর্থতলায় মেরামতির কাজ চলছিল। আগুন লাগার কিছুক্ষণ আগে নির্মাণকর্মীরা বেড়িয়ে যান। তার পরেই সিঁড়িঘরে আগুন জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পুড়ে যায় ওই ঘরে থাকা কিছু কাগজপত্র। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দুটি দমকলের ইঞ্জিন আসে। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুলিশের ডিএমজি এবং পুরসভার কো অর্ডিনেটার।
মজুত রয়েছে আরও বেশ কয়েকটি ইঞ্জিন। দমকলের তরফে খতিয়ে দেখা রয়েছে ওই ঘরের আশেপাশে কোথাও নতুন করে আগুন লাগার সম্ভাবনা রয়েছে কিনা।