বাবার সঙ্গে কথা বলেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত। এদিন এমনটাই বার্তা দিলেন বীজপুরে থেকে তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, বীজপুর থেকে তিনি দলকে লিড দেবেন বলেছিলেন। কিন্তু সেই কাজ তিনি পারেননি। ফলে দল তাঁকে বিশ্বাস করে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পাঁচ বছরে ১৬টি আসন বাড়িয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির এই বাড়বাড়ন্তের পিছনে অন্যতম নায়ক যে মুকুল রায়, তা কার্যত মেনে নিয়েছে রাজনৈতিক মহলের একাংশ।

বহু বিধায়ক বিজেপিতে যাবে বলে লাইন দিয়ে আছে, এমন দাবিও বারবার করেছে বিজেপি নেতারা। তবে সেই তালিকায় কি রয়েছে মুকুল পুত্র? সেই জল্পনাই আরও একবার উস্কে দিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু।

বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। এমনটাই মন্তব্য করলেন মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। নিজের কেন্দ্র বীজপুরে থেকে লিড দেওয়ার আশ্বাস দিলেও তিনি তা পারেননি বলেও জানিয়েছেন শুভ্রাংশু।

এই কারণে দল তাঁকে বিশ্বাস করছে কিনা তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। বাবা একাই তৃণমূলকে তছনছ করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বীজপুরটা তাঁর একার নয়। বীজপুরের ভূমিপুত্র মুকুল রায়।

তাই তাঁর মনে হচ্ছে বাবার কাছে তিনি হেরে গিয়েছেন। কাঁচড়াপাড়ার কাঁচা ছেলেই হয়ে উঠেছে বাংলার চাণক্য। মন্তব্য করেছেন শুভ্রাংশু.এবার ‘গদ্দারের ছেলে’ তকমা নিয়ে যখন অভিমান প্রকাশ করছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তিনি কি বিজেপিতে যাবেন?

শুভ্রাংশুর জবাব, ‘বাবার সঙ্গে কথা বলব।’ সরাসরি ‘হ্যাঁ’-‘না’ কোনোটাই বললেন না তিনি। তবে হ্যাঁ, এখনই বিজেপিতে নয়। দলের কাছে এসব অপমানের কৈফিয়ত চাইবেন তিনি। বললেন, ‘যাঁকে মমতাময়ী মায়ের মত দেখতাম তিনি আমাকে গদ্দারের ছেলে বললেন!’ এই তিনি কিছুতেই মানতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.