ফের শিরোনামে চোপড়া। সাত সকালে বিজেপি তৃণমুল সংঘর্ষের মাঝে পরে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণি ছাত্র। নাম মহম্মদ আব্দুল।
অভিযোগ, সাত সকালেই চোপড়ার মকদুমি এলাকায় শুরু হয় তৃণমুল বিজেপি সংঘর্ষ। চলে এলোপাথাড়ি গুলি। সেই গোলাগুলির মাঝে পড়ে সপ্তম শ্রেনির ছাত্র মহম্মদ আব্দুলের বাঁ পায়ে গুলি লাগে। আহত আব্দুলকে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে, আব্দুলের বা পা এফোঁড় ওফোঁড় করে গুলি বেরিয়ে গেছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমুল নেতৃত্বর দাবি, সকাল বেলাতেই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমুলের স্থানীয় কর্মীরা বাধা দিতে গেলেই গুলি চালায় তারা। সেই গোলাগুলির মাঝে পড়ে যায় আব্দুল৷ বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।