“শাক দিয়ে মাছ ঢাকা যায় না। চোর পরিবার রাজ্য চালাতে পারে না। পুরো ব্যানার্জি পরিবারটাই চোর। পিসিমনির পরিবার চোরেদের সাম্রাজ্য তৈরী করেছে।” সোমবার দুর্গাপুর থানায় আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে এসে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ।
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি আর্থিক প্রতারণা ও হিসেব বহির্ভূত সম্পত্তি নিয়ে সৌম্যত্র খাঁ’র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। সেই মামলারই তদন্তের সাহায্যে উচ্চ আদালতের নির্দেশ পালনের জন্যই এসেছিলেন তৃণমূল ত্যাগী সদ্য বিজেপিতে যোগদানকারী সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর এয়ারপোর্ট কান্ডের জেরে সরগরম রাজ্য রাজনীতি, তখন সেই প্রসঙ্গে গোটা পরিবারকেই ‘চোর’ আখ্যা দিলেন সৌমিত্র বাবু। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই বাঁকুড়া জেলার একাধিক থানায় বিভিন্ন ইস্যুতে মামলা হয় সৌমিত্র বাবুর বিরুদ্ধে। বাঁকুড়া থানার একটি মামলায় তদন্তের সাহায্যের জন্য তিনি আসেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে বড়জোড়া, সোনামুখী ও পাত্রসায়ের থানাতেও মামলা রয়েছে। এর আগে গত ৫ই মার্চও তিনি দুর্গাপুর থানায় তদন্তের সাহায্যে আসেন। সেদিন প্রায় ৬ ঘন্টা পুলিশি জেরার মুখোমুখি হন তিনি। এদিন বাঁকুড়া থানার আধিকারিক সঞ্জয় চক্রবর্তী তাঁকে জেরা করেছেন।
এদিন থানায় ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না। চোর পরিবার রাজ্য চালাতে পারে না। পুরো ব্যানার্জি পরিবারটাই রাজনীতি আর চুরি করার জন্য।” এদিন তিনি অভিষেক ব্যানার্জির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,
“ব্যানার্জি পরিবারের কোটি কোটি টাকা এল কি করে। আমিও সাংসদ হিসাবে যা সাম্মানিক পাই। সেও পায় একই সাম্মানিক। অভিষেক ব্যানার্জি পাঁচ বছরে ব্যাবসার টিডিএস দেখাক। পিসিমণির পরিবার চোর সাম্রাজ্য তৈরী করেছে। কি করে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন? লোকপাল বিল তৈরী হয়েছে। তার জবাব ব্যানার্জি পরিবারকে দিতে হবে।”
যদিও এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ভি শিবদাসন বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় একদিন হাত ধরে নিয়ে এসেছিল। আজ তাকে এই ভাষায় আক্রমণ করছে। জনতা ক্ষমা করবে না। লোকসভা নির্বাচনের পর জামানত জব্দ হয়ে যাবে।”