কোনওমতে আটকে রয়েছে কলকাতার জ্বালানীর দাম, লাফিয়ে বাড়ছে অন্য রাজ্যে

মে মাসের প্রথম সপ্তাহেও অপরিবর্তিত জ্বালানীর(Fuel) দাম। কলকাতা থেকে শুরু করে সমস্ত মেট্রো শহরে দাম নীচের দিকে নেই। উলটে অনেক জায়গায় দাম বেড়েছে পেট্রোল(petrol) ডিজেলের। সৌজন্যে মোদী সরকারের জ্বালানীর উপর অতিরিক্ত কড় নীতি, যা দেশে পেট্রোলের দামের পতনকে আটকে দিয়েছে কিন্তু এই দুঃসময়ে কোথাও যেন অশনির বার্তাও দিচ্ছে।

কলকাতায় গত প্রায় দেড় মাস ধরে পেট্রোলের দাম ৭৩.৩০ টাকায় আটকে রয়েছে। দিল্লির পেট্রোলের দাম ৬৯.৫৯ থেকে লাফিয়ে বেড়ে হয়েছে ৭১.২৬ টাকা। দাম বেড়েছে ১.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম আটকে রয়েছে ৭৬.৩১ টাকায়। চেন্নাইয়ে ৪মে পেট্রোলের দাম ৭২.২৮ থেকে এক লাফে ৩.২৬ টাকা বেড়ে হয় ৭৫.৫৪ টাকা। এর পড়ে ভাগ্যবশত আর দাম বাড়েনি পেট্রোলের। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৭৩.৫৫ টাকা।

দেশের তেলের উপর কড় বৃদ্ধির পরিমাণ কেমন? কেন্দ্র সরকার পেট্রোলের প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে কর বাড়িয়েছে বলে জানাচ্ছে এএনআই। জানানো হয়েছে ৬ মে থেকেই এই রেট কার্যকর হবে। তেল বিপণন সংস্থাগুলির দ্বারা এই অতিরিক্ত দাম দেওয়া হবে। যার ফলে পেট্রোল পাম্পে দাম বাড়ছে না। এই শুল্ক বাড়ানো থেকে যা আয় হবে তা, উৎপাদন খাতে ও অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক কর্তা। সেন্ট্রাল বোর্ড অব ইন্ডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস-এর জারি করা নোটিশ জানাচ্ছে, পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক প্রতি লিটারে দুই টাকা এবং রোড সেস প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে।

মার্চের পর আন্তর্জাতিক তেলের দাম কমে যাওয়ার ফলে লাভ পেতে দ্বিতীয়বারের জন্য আবগারি শুল্ক বাড়াল কেন্দ্র। মার্চে এর আগে ৩ টাকা করে পেট্রোল ডিজেলের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল। তেল বিপণন সংস্থাগুলি এই অতিরিক্ত দামের ভার গ্রহণের ফলে মধ্যবিত্তের পকেট বরাত জোরে রক্ষা পেল। কারণ যদি এই শুল্ক চাপানো দামে পেট্রোল ডিজেল মানুষকে কিনতে হত, তবে লকডাউনের পরবর্তী পর্যায়ে পকেটে টান পড়ত সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.