তৃতীয় দফার ভোটের শুরুতেই রাজ্যের একটি বুথে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। মালদার রতুয়ার সাহাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সঙ্গে গিয়ে ভোট দিচ্ছেন অন্য দুজন। এমনই ছবি ধরা পড়েছে বাংলার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাতে।
রতুয়ার এই বুথের বাইরে উপস্থিত রসেছে কেন্দ্রীয় বাহিনীও এবং তাদের উপস্থিতিতেই ভেতরে চলছে ভোট দেওয়ানো। এ ব্যাপারে বুথের প্রিসাইডিং অফিসার বলেন, নির্বাচনের নিয়ম মেনেই সব হচ্ছে। তবে একটু আধটু নিয়মের এদিক ওদিক হতে পারে। তিনি এরপর থেকে খেয়াল রাখবেন।
বুথে ভোটারদের সঙ্গে ‘বহিরাগত’রস ইভিএম অবধি যাচ্ছে কিভাবে? এর উত্তরে প্রিসাইডিং অফিসার জানান, ওই ভোটাররা বয়স্ক অনেকে চোখে দেখতে পান না ঠিক মতো তাই সাহায্যের জন্য অন্যজন যাচ্ছেন। কিন্তু অসমর্থ প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিষয় নিয়ম রয়েছে। সেক্ষেত্রে অসমর্থ ভোটারকে ফর্ম ফিলাপ করে সহযোগী নেওয়ার অনুমতি নিতে হয় নির্বাচন কমিশনের কাছে। সে রকম কিছু পদ্ধতি কী অনুসরণ করা হয়েছে কী? এই প্রশ্নের উত্তর দিতে চানননি কেউই।