ঘুর্ণিঝড় ফণীর জেরে বৃষ্টি সারা পূর্ব মেদিনীপুর জুড়ে, উত্তাল দিঘার সমুদ্র

সকাল ন’টায় পুরীতে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ফণী। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই দীঘা, মান্দারমণি, তালসারি, শংকরপুর ও হলদিয়া শিল্পাঞ্চল সহ সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আকাশ পুরো কালো মেঘে ঢাকা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইছে।

ঝড়ের দাপট খুব বেশি না হলেও বৃষ্টি হচ্ছে সর্বত্র। দিঘাতে সমুদ্রের জল মাঝেমধ্যে গার্ডওয়াল টপকে রাস্তায় এসে পড়ছে। প্রাণহানি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দিঘাতে সমস্ত হোটেল খালি করে দিতে বলা হয়েছে। পর্যটকদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। স্থানীয় মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। গতকাল থেকেই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্যরা পৌঁছে গিয়েছে দীঘায়। দীঘা মন্দারমণি সহ সমস্ত উপকূল জুড়ে চলছে সতর্কবার্তা জানিয়ে মাইকিং। সমুদ্রের ঢেউ এর উচ্চতা বেশি থাকায় মৎস্যজীবী সহ সমস্ত পর্যটককে সমুদ্রের ধারে কাছে একদম যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।

হলদিয়াতে বিশেষ পোস্ট তৈরি করে সেখান থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে পরিস্থিতির উপরে। প্রস্তুত আছে নৌ সেনাবাহিনীও।

https://youtu.be/3sT4J8d3ElA

https://youtu.be/sJt3b4NDhqc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.