মিশন ২০২১! টার্গেট বাংলা। সেই লক্ষেই ঝাঁপাচ্ছে বিজেপি। স্বাধীনতার পর প্রথমবার বাংলায় গেরুয়া সাম্রাজ্য বিস্তার সম্ভব বলে মনে করছেন দিল্লির নেতারা। লোকসভা ভোটের সাফল্যের পর সময় নষ্ট করতে নারাজ মোদী-শাহ জুটি। ২০২১-এর জন্য রণকৌশল এখন থেকেই তৈরি করতে চাইছেন তাঁরা। লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। দুই থেকে বেড়ে আসন এখন আঠারো। প্রতিদিনই অন্য রাজনৈতিক দল থেকে গেরুয়া শিবিরে যোগদানের ঢল চলছে। এবার রণনীতি তৈরী করতে আগামী ৩০ জুন বঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। তলব করা হয়েছে রাজ্যের পদাধিকারীদের, থাকবেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় সহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান। সারা দেশজুড়েই সদস্য সংগ্রহ হবে। বাংলায় বিজেপি এবার প্রায় দু’কোটি সদস্য করার টার্গেট নিয়েছে।
দলীয় সূত্রে খবর, এই সদস্য সংগ্রহ নিয়ে পরিকল্পনা কী হবে তা নিয়েও আলোচনা হবে দিল্লির বৈঠকে। এছাড়াও, দলের সাংগঠনিক নির্বাচনও খুব শীঘ্র শুরু হচ্ছে. রাজ্যস্তরেও সাংগঠনিক পদে রদবদল করা হবে। তা নিয়েও আলোচনা হবে বলে খবর। ভালো ভোট পেলেও বহু বুথে দলীয় সংগঠন এখনও দুর্বল। সেখানে সংগঠনকে আরও পোক্ত করা কীভাবে যায়, তা নিয়েও আলোচনা হবে। সামনেই কলকাতা-সহ একাধিক জায়গায় পুরভোট রয়েছে। পুরভোটে কীভাবে লড়াই করা হবে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকে।