তৃণমূলের ২১ জুলাই শহীদ দিবস এর সমাবেশ! অথচ সেই সমাবেশে হাজির থাকবেন না ৭ জন তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়ক। রবিবার ছুটির দিনের এই সমাবেশে কত জনসমাগম হবে, তা নিয়ে ইতিমধ্যে বড়সড় প্রশ্ন রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনে। তারি মাঝে দলে এই ৭ জন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন না তাও নিশ্চিত। এই ৭ জন বিধায়ক এর মধ্যে ৫ জন ইতিমধ্যে যোগ দিয়েছেন বিজেপিতে।
নোয়াপাড়ার সুনীল সিং, লাভপুরের মনিরুল ইসলাম, বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস, বীজপুরে শুভ্রাংশু রায়, কালচিনির উইলসন চম্পামারি এখন বিজেপির নিরাপদ আশ্রয়ে!
বিজেপিতে যোগ না দিলেও কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ও বিধাননগরের সদ্য পদত্যাগী মেয়র ও রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত গরহাজির থাকবেন শহীদ দিবসের সমাবেশে।
শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে গত আট মাস যাবৎ। নভেম্বর মাসের শেষের দিকে রাজ্য মন্ত্রিসভা ও পরে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করার পর তৃণমূলের দলীয় কর্মসূচিতে অংশ নেননি শোভন। আর সব্যসাচী দত্তের সঙ্গে দলের সম্পর্ক তলানীতে ঠেকেছে। বারবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ ও দলবিরোধী মন্তব্যের জেরে তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাই এই দুই নেতাও যে ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে থাকবেন না তা নিশ্চিত করে জানাচ্ছি তৃণমূলের একটি সূত্র।
শনিবার দিন তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়কদের সমাবেশে যোগদানের জন্য একটি বিশেষ কার্ড পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে । কিন্তু ঘটনাচক্রে সেই কার্ড এই সাতজন বিধায়ককে পাঠানো হয়নি বলেই জানাচ্ছেন তৃণমূলের একটি বিশ্বস্ত সূত্র।