স্কুল-কলেজ বন্ধ রাখার মেয়াদ বাড়ালো নবান্ন

স্কুল-কলেজ (School College) বন্ধ রাখার মেয়াদ আরও বাড়ালো রাজ্য সরকার। বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণেই এই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের (Nabanna) তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয় আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত যে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারী বেসরকারি স্কুল কলেজ ট্রেনিং সেন্টার বা অন্যান্য ইনস্টিটিউশনের পাশাপাশি অঙ্গনওয়াড়িও বন্ধ রাখা হবে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় বন্ধ থাকবে সুইমিংপুলও। শুধুমাত্র পেশাদার সাঁতারুদের ট্রেনিং ছাড়া শিশু-কিশোরদের জন্য বন্ধ থাকবে সমস্ত সুইমিংপুলই।

প্রসঙ্গত, আনলকের পঞ্চম (Unlock-5) পর্যায় সমস্ত নিয়ম বিধি মেনে সিনেমাহল, থিয়েটার সমস্ত কিছুই চালু করার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক নিয়েই চালু কররা অনুমতি পেয়েছে এই সিনেমাহল গুলি। আরে একই নিয়ম মেনে রাজ্যেও খোলা হবে এই সিনেমা হল এবং থিয়েটার গুলি। এছাড়া অন্যান্য সামাজিক অনুষ্ঠান কিংবা খেলাধুলার ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিলেই তবে তা করতে পারা যাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত এই মুহূর্তে নিউ নরমালে ফিরেছে অনেক জায়গাই। আনলক পাঁচে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে নিয়ম বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি কে খোলবার জন্য। তবে পশ্চিমবঙ্গ বরাবরই এ বিষয়ে স্পর্শকাতর তাই আরো একমাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.