দুপুর বারোটার সময়ে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে জেরা শুরু হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
দুপুর পার হয়ে বিকেল গড়িয়ে সন্ধে হলেও ইডি দফতরের জেরা চলতে থাকে। তিনি বের হন সন্ধে সাড়ে সাতটা নাগাদ।
রোজভ্যালি-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিতে এদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দুপুর বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন। ইডি সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিনেত্রীর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে।
জেরার আগে ঋতুপর্ণা বলেন, “ওঁদের কিছু জানার আছে। আমি এসেছি। আমাদের সংস্থাকে নোটিস পাঠানো হয়েছিল। আমি এসেছি। এখনই এত কিছু বলা যাচ্ছে না। আগে ওঁদের সঙ্গে দেখা করি, তার পর বিষয়টি নিয়ে বলতে পারব।”
জেরা শেষে বের হওয়ার সময়ে তিনি বলেন, তাঁর সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর সঙ্গে যৌথ ভাবে রোজভ্যালির একটি প্রজেক্ট করার কথা ছিল। সেই কারণেই তাঁর সংস্থাকে চিঠি পাঠায় ইডি।