সময় পেরিয়ে গেল, সিজিওতে এলেন না রাজীব কুমার

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার বনাম সিবিআই দ্বন্দ্ব যে কোনও বলিউড সিনেমাকেও হার মানাচ্ছে৷ রবিবার রাজীবকে ফোনে না পেয়ে পার্কস্ট্রিটে রাজীবের আবাসন, ভবানীভবন পুলিশ হেড কোয়ার্টার এবং উত্তরপ্রদেশে রাজীবের বাড়িতে নোটিশ দিয়েছিল সিবিআই৷ যেখানে বলা হয়েছিল, সোমবার সকাল ১০ টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে প্রাক্তন কলকাতা পুলিশ কর্তাকে৷ নোটিশে নির্ধারিত সময়ের এক ঘন্টা পেরিয়ে গেলেও সিজিওতে হাজিরা দিতে আসেননি রাজীব কুমার৷

কয়েক মাস আগেই কলকাতা পুলিশের কমিশনার পদে থাকাকালীন রাজীবের কুমারের আবাসনে সিবিআইয়ের চার আধিকারিক জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছলে তাদের জোর করে গাড়িতে তুলে সংলগ্ন পার্কস্ট্রিট থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ৷ এরপর নাটকের মতোই পরপর দৃশ্য আসতে থাকে মঞ্চে৷ সিবিআইয়ের ও কেন্দ্র সরকারের বিরোধিতা করে সেদিন রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন৷ সকালে সেখানে উপস্থিত হন রাজীব কুমারও৷ পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ প্রথম অবস্থায় সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তখনই গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে৷ বর্তমানে রাজীব কুমারের উপর থেকে সেই রক্ষা কবচ তুলে নেয়৷ রাজীবের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারী করেছে সিবিআই৷

চিটফান্ডকাণ্ডে ২০১৩ সালে রাজ্য সরকার গঠীত বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই সময় ১৯৮৯ ব্যাচের এই আইপিএস ছিলেন বিধাননগর কমিশনারেটের কমিশনার৷ পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড তদন্তভার যায় সিবিআইয়ের কাছে৷ তদন্তে নেমে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার৷ প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে৷

সারদা কর্ণধার সুদীপ্ত সেনের লাল ডায়েরি, পেনড্রাইভ কোথায় গেল? কেন প্রভাবশালী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হল না? উত্তর রাজীব কুমারের থেকে জানতে চায় সিবিআই৷ অভিযোগ, রাজীব কুমার প্রিবারই এড়িয়ে গিয়েছেন সিবিআইকে৷ সেখান থেকেই শুরু রাজীব-সিবিআই টানাপোড়েন৷

ব্যবধান মাত্র মাস চারেকের৷ চলতি মাসের ফেব্রুয়ারির ৩ তারিখের পর গতকাল ফের রাজীব কুমারের খোঁজে তাঁর কলকাতার বাস ভবনে যায় সিবিআই আধিকারিকরা৷ প্রথমে নগরপালের লাউডন স্ট্রিটের বাড়িতে যায় চার সদস্যের সিবিআই আধিকারিকদের দল৷ কলকাতার প্রাক্তন নগরপাল সেখানে থাকেন না শুনে তারা চলে যান পার্কস্ট্রিটের পুলিশ কোয়ার্টারে৷ বর্তমানে এখানেই থাকেন রাজীব কুমার৷ আজ তাঁকে তলবের নোটিস সেখানে দেওয়া হয়৷ কিন্তু এত কিছুর পরও সিবিআইয়ের নির্দেশ মতো সিজিওতে এসে পৌঁছনি কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ সূত্রের খবর এর ফলে হয়ত এবার রাজীবকে গ্রেফতারের পদক্ষেপ শুরু করতে পারে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.