• উর্দুতে প্রথম রাবেয়া আহমেদ, নেপালিতে জ্যোতিন গুপ্তা, শেয়াঙ্কা শেরপা, অলচিকি বিশ্বনাথ মান্ডি, অনিমা মুর্মু, সনকা হেমব্রম।
  • দশম: কমল সাহা, কোমল সিং, সাগর চন্দ, ধ্রুব নন্দী, সূর্য সরকার, অর্পন বন্দ্যোপাধ্যায়, দীপ প্রকাশ বসু, সুনন্দ মণ্ডল, আরজু সুলতানা, ঋতজিত সেন, প্রণব্রিতা মণ্ডল, সুশোভন পাল, অনুপম পাল, রৌম্যজিট সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিনহা, সুজস পাল, অয়নী নন্দী, অরবিন্দ পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, মাফুজা খান, অত্রিদেব মণ্ডল, শ্রীমন্দী সাহা, অর্পিতা মৃধা, দেবজ্যোতি মাইতিপ্রাপ্ত নম্বর: ৪৮৬
  • নবম: ইষিতা পাণ্ড, দিশিকা মান্না, সায়ন পাল, শুভম পাল, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরালি, সূর্যতপা সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রীতিলতা রাজবংশী, সৌম্যদীপ খান, সুমন মাহাতো, সোমলগ্না চট্টোপাধ্যায়, হৈমন্তিকা কর্মকার, অনিকেত ঘোষ, দেব,ইতা দাস, মানস প্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী, তৃষিতা হাসার, লক্ষীপ্রিয়া পতি, আয়ুষ পণ্ডিত। প্রাপ্ত নম্বর: ৪৮৭
  • অষ্টম: গৌরম সিংহ, ঋষিত ঘোষ, কুন্তল দাস, রাতুল সামন্ত, নীলমনি সাহা, সৃজিতা ঘোষ, নরিন খাতুন, শুভদীপ নন্দী, দেবজ্যোতি পাল, শুভম মাইতি, স্বপ্ননীল সেন, দেবপ্রিয়া সিল, মধুরিমা দত্ত, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজী ফৈয়দ আহমেদ, সাবন্তন সাহা, অভিজিত গুপ্তা, মৌলেন্দু কুন্ডু, ঋদ্ধিমান বিশ্বাস, সায়নী আলম, সৌমিক সরকার, ইশিতা চট্টোপাধ্যায়, শ্রেয়া দাস।। প্রাপ্ত নম্বর ৪৮৮
  • সপ্তম: সুনয়ন সরকার, সাফিদা খাতুন, সৈকত বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, অয়ন মজুমদার, শুভ্রশঙ্খ দত্ত, রুপম দে, মৈনাক মান্না, সৃজিতা দাস, দেবরূপ সিনহা, সৌতম ভট্টাচার্য, সৌম্যদীপ পায়রা। প্রাপ্ত নম্বর ৪৮৯
  • ষষ্ঠ: পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্মণ, অত্রি বিশ্বাস, শঙ্খদীপ বেরা, স্বর্ণেন্দু পাল, অর্ধেন্দু ঘোষ, ময়ূখ মালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত নম্বর ৪৯০
  • পঞ্চম: অভিজিত সাহু, রত্নদীপ সেন, সৌরভ কাবারি, তীর্থরাজ বেহরা, শীর্ষেন্দু ঘোষ, পুস্পেন্দু খান, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যকম কর, প্রত্যয় দে, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চক্রবর্তী, অনির্বাণ খাড়া, অর্ক দাস। প্রাপ্ত নম্বর ৪৯১
  • চতুর্থ: রাকেশ দে, মহাকাশ রক্ষিত, অতিৎসা সাহা, শ্রমণ জানা, শ্রেয়সী সরকার।   প্রাপ্ত নম্বর ৪৯২।
  • তৃতীয়: বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী, মৃন্ময় মণ্ডল, সুপ্রিয় শীল।
  • দ্বিতীয়: সংযুক্তা বসু, স্বর্ণদ্বীপ, ঋতম নাথ, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র। প্রাপ্ত নম্বর ৪৯৪
  • প্রথম: ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে বীরভূমের শোভন মন্ডল ও কোচবিহারের রাজর্ষী বর্মন।
  • প্রথম দশে রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী, যা সংসদের ইতিহাসে প্রথম।
  • প্রকাশিত হচ্ছে মেধাতালিকা।
  • ফার্স্ট ডিভিশনে পাশের হার ২,৬৩,১৪৯ জন।
  • এসসি ও এসটি-র পাশের হার ৮০.৪৫ শতাংশ, গত বছরের তুলনায় ১২০০০-এর বেশি।
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও কালিম্পংয়ের পাশের হার ৯০ শতাংশ।
  • ছেলেদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ , মেয়েদের ৮৫.৩০ শতাংশ।
  • ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৬.২৬ শতাংশ বেশি।
  • ৫১টি বিষয় নিয়ে হয়েছিল পরীক্ষা। ১৫টি ভাষায় পরীক্ষা হয়েছে।
  • ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয় পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮,১৬,২৪৩ জন।
  • ৭৪ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল।

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbchse.nic.in থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং www.examresults.net ওয়েবসাইট থেকেও। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে- WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন – indiaresults.com অথবা examresults.net etc -এর মাধ্যমেও আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়াও কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেমন – indiaresults.com, এটি থেকেও উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.