মনোহর পার্রিকারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ছাড়াও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা টুইটে শোকপ্রকাশ করেছেন।
- হাইলাইটস
- গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন বিশিষ্টজনেরা।
- রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং, রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় – প্রত্যেকে টুইটে শোকপ্রকাশ করেছেন।
- প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর প্রয়াণে সোমবার বেলা ১১টায় শোকবৈঠক করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – প্রত্যেকে টুইটে শোকপ্রকাশ করেছেন।
একনজরে দেখে নেওয়া যাক, কে কী বলেছেন…
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর প্রয়াণে সোমবার বেলা ১১টায় শোকবৈঠক করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

