“মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষিকাদের শুধু মারেইনি, তাঁদের শ্লীলতাহানিও করেছে।” এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। শনিবার রাতে কল্যাণী বাসস্ট্যান্ডে আলো নিভিয়ে ধরনা অবস্থানরত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশবাহিনী। খবর জানাজানি হতেই নিন্দায় সরব হয় বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, “দ্বিতীয়বার তৃণমূলে সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক সমাজের উপর আক্রমণ নামিয়ে এনেছে। তাঁরা তো সম কাজে সম বেতনের দাবি করছেন। এটা তো সুপ্রিম কোর্টের বক্তব্য। সেখানে মুখ্যমন্ত্রীর পুলিশ গিয়ে শিক্ষিকাদের মারছে, শ্লীলতাহানি করছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনায় সর্বদাই সরব অধীর চৌধুরী।
শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ ও তাদের শ্লীলতাহানীর ঘটনার প্রতিবাদ জানিয়ে বহরমপুরের সাংসদ বলেন, “সামনেই বিধানসভার অধিবেশন শুরু হবে। মুখ্যমন্ত্রী একটা আইন বিল এনে আইন করে দিন যে, এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না।”
তিনি আরও বলেন, “বাংলায় শিক্ষার মান যদি উর্দ্ধমূখী হতো, তাহলে এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার ঢল নামত না।”