কিষান দিবস পালন করুন কৃষক,কৃষি সংগঠক,কৃষিবিদ্যার ছাত্র ও শিক্ষকেরা

১৭ ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ (৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯) শুক্লা ষষ্ঠীতে ভারতীয় কৃষকের আরাধ্য দেবতা ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। এবার তার পরের দিনও তা পালিত হবে বলরাম জয়ন্তী হিসাবে (১৮ ই ভাদ্র, ৫ সেপ্টেম্বর)।

ভারতীয় কিষান সঙ্ঘ এই দিনটিকে যথোচিত মর্যাদায় পালন করে থাকে; পালিত হয় কিষান দিবস (Farmer’s Day) হিসাবে। পুজো-পার্বনের পর অনেক জায়গায় দিনটি কৃষি আলোচনার জন্যও নির্ধারিত রাখা হয়। ভারতীয় কিষান সঙ্ঘ গ্রাম-সমিতি থেকে শুরু করে প্রান্ত-স্তর পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রান্তের সমস্ত জেলা, বিকাশখন্ড এবং গ্রাম-সমিতির সমস্ত কার্যকর্তা ও সদস্যরা মিলে এবারও এই দিনটি মহা সমারোহে পালন করবে, আয়োজিত হবে বলরাম-পূজন ও ভারতীয় কিষান দিবস। আপনিও পালন করছেন তো?

জয় ভগবান বলরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.