কোভিড বিধিকে তোয়াক্কা না করে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ পুলিশের।

কেউ সিটি দিচ্ছেন। কেউ কেউ উদ্দাম নাচছেন। ডিজে বক্সে চলছে একের পর এক আইটেম সং। যাঁরা নাচছেন, তাঁরা আর কেউ নন, সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে- পুলিশ! করোনা আবহে এই উদ্দাম উন্মাদনার ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

সাধারণ মানুষ কোভিড বিধি পালন করছে কিনা তা দেখভালের দায়িত্ব এখন পুলিশের উপর। তার উপর রাজ্যে ঢুকে পড়েছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। ইতিমধ্যে চার আক্রান্তের খোঁজ মিলেছে এ বঙ্গে। এদিকে ভিড় নিয়ন্ত্রণ এবং আইন রক্ষার দায়িত্ব যাঁদের ঘাড়ে, তাঁরা নাচছেন ডিজে বাজিয়ে। পুলিশ কর্মীদেরই এমন ডিজে বাজিয়ে কোভিড বিধি উলঙ্ঘন করে উদ্দাম নাচের ভাইরাল ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। সমাজে ভুল বার্তা যাবে, কোভিডও দ্রুত ছড়াবে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা।

কিন্তু কোথায় এবং কী উপলক্ষে এমন নাচ পুলিশের? বুধবার রায়গঞ্জের কসবার এসএপি ফোর্থ ব্যাটালিয়ানের সংরক্ষিত এলাকায় পুলিশের বার্ষিক স্পোর্টস মিট ছিল। ওইদিন রাতে খেলা ও পুরস্কার বিতরণী শেষ হতেই মহিলা পুরুষ মিলে ডিজে বাজিয়ে চলে উদ্দাম নাচ। যার ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল।

কোভিড বিধি মেনে চলছে কিনা তা দেখার দায়িত্ব মূলত পুলিশের। গত দু বছরে লক ডাউনে এবং কোভিডের বাড়বাড়ন্ত চলাকালীন কোভিড বিধির উলঙ্ঘন করলেই শাস্তি দিতে দেখা গিয়েছে পুলিশকে। এখনও কোভিড বিধি লাগু রয়েছে এ রাজ্যে। তার পাশাপাশি ওমিক্রন আক্রান্তেরও হদিশ মিলছে। আর এই সময় সেই আইন রক্ষকদেরই আইনভঙ্গ করে এভাবে নাচের ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বেগ চিকিৎসকেরা। দ্রুত প্রশাসন এমনকি মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে তা সমাজে ভুল বার্তা যাবে বলে মনে করছেন চিকিৎসকেরা। এখন প্রশাসন এর কী ব্যবস্থা নেয় তাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.