কলকাতা: শহর কলকাতায় একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু তাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগণা৷ গত ২৪ ঘন্টায় এই মৃত্যু হয়েছে ১৬ জনের৷ দুই জেলায় বেড়েছে সংক্রমণও৷
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্ত ৮৮০ জন৷ প্রায় ৯০০ জন৷ আর এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত ৯৮ হাজার ১৪০ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ৭৭৪ জন৷ এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৬০৫ জন৷
কলকাতা ও উত্তর ২৪ পরগণা মিলে মোট আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ৭৪৫ জন৷ আর বাকি ২১ জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৫৮ হাজার ৩৮৬ জন৷ ফলে বাংলায় মোট সংক্রমণ ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন৷
কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের৷ আর উত্তর ২৪ পরগণায়ও ১৬ জনের মৃত্যু হয়েছে৷ দুই জেলা মিলে একদিনে মোট মৃত্যু ২৬ জন৷ আর বাকি ২১ জেলায় গত ২৪ ঘন্টায় মোট মৃত্যু ২৪ জনের৷ তার ফলে রাজ্যে একদিনে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৮৪২ জন৷ যা আক্রান্তের তুলনায় কম৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৭২২ জন৷ আর উত্তর ২৪ পরগণায় একদিনে সুস্থ ৮২৬ জন৷ এই জেলায় আক্রান্তের তুলনায় সুস্থ বেশি৷ সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৬০ জন৷
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,পশ্চিম বর্ধমান,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি ও দার্জিলিং৷
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২৯,৪৩২),দক্ষিণ ২৪ পরগনায়(২৯,৫১৬),হুগলী (২২,৮৮৬), পশ্চিম বর্ধমান (১২,২৮০),পূর্ব মেদিনীপুর ( ১৭,৩৬০) ও পশ্চিম মেদিনীপুর (১৭,২৩৪) জন,নদীয়া ( ১৬,১৬৩) জন,মুর্শিদাবাদ (১০,২৮৭) জন৷ মালদা ( ১১,০৫৮) জন, জলপাইগুড়ি (১১,৪৬৪) জন দার্জিলিং (১৪,২৪৪) জন ও কোচবিহার ( ১০,১৪৮) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷
এছাড়া অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে,সেই সংখ্যাটা ৩ জন৷ আক্রান্ত আরও ৬৬ জন৷ তবে তাদের মধ্যে ৬৩ জনই সুস্থ হয়ে উঠেছেন৷