নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রের ভিভিপ্যাটের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায় গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্ণবকে অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছে তবে এতদিন তিনি কোথায় ছিলেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
জানা যায় পুলিশ এবং রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন থেকে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাঁকে উদ্ধার করেছে। নিখোঁজ নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।
নোডাল অফিসারকে গোয়েন্দারা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।
নিখোঁজ হওয়ার দিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের সময় রায়গঞ্জে প্রিসাইডিং অফিসার নিখোঁজ পরে রেল লাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল। তাই ডব্লিউবিসিএস অফিসার অর্ণবের অন্তর্ধান নিয়ে অনেকেই আইন-শৃঙ্খলার ব্যাপারে প্রশ্নই তুলেছিলেন।
এই অফিসার নিখোঁজ হওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অনেকে মনে করেছেন। নানান মহল থেকে অর্ণব মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর প্রকাশ পেলে স্ত্রী অনিশা যশ সোশাল মিডিয়া ফেসবুকে পোস্ট এবং সাংবাদিক বৈঠক করে অভিযোগ নস্যাৎ করেছিলেন।