নভেম্বরের শেষে সাতগাছিয়ার জনসভা থেকে বিজেপি নেতাদের নাম করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গুণ্ডা বলে তোপ দেগেছিলেন তিনি। তা নিয়ে এবার ফৌজদারি মামলা দায়ের হল ব্যাঙ্কশাল আদালতে। মামলা দায়ের করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
২৯ নভেম্বর সাতগাছিয়া থেকে অভিষেক বলেছিলেন, “বিজেপি নেতারা কী বলেন? বলেন ভাইপো। আর কী বলেন? বলেন ভাতিজা। ওদের সাহস নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেওয়ার। সাহস থাকলে নামটা নিয়ে দেখুন না। টানতে টানতে কোর্টের দরজায় নিয়ে যাব।”
এখানেই থামেননি যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, “আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুণ্ডা।”
প্রসঙ্গত, এর আগে মধ্যপ্রদেশের আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন কৈলাস-পুত্র আকাশ। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেছিলেন, “আমার আইনজীবীরা ভাবনা চিন্তা করছেন কী করা যায়।” তা ছাড়া তিনি আরও বলেছিলেন, “কে গুণ্ডা, কে মাফিয়া সবাই জানে। আমি লোকের বাড়িতে থাকি আর উনি ৩০ কোটি টাকার বাড়িতে থাকেন। আর যদি মানুষের জন্য গুণ্ডামি করতে হয় তাহলে তাই করব।”
এদিন দেখা গেল তিনিও মামলা দায়ের করলেন। এই মামলা নিয়ে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।