ভোটে না জিতেও মেয়র বা চেয়ারম্যান হওয়া যাবে! এমনই আইন আনতে চলেছে রাজ্য সরকার। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০১৯ ও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০১৯ আসতে চলেছে। মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলটি পাস হলে পশ্চিমবঙ্গের যে কোন পুরসভায় বিনা নির্বাচনে জিতে মেয়র বা চেয়ারম্যান হওয়া যাবে। তবে মেয়র বা চেয়ারম্যান হওয়ার পর সংশ্লিষ্ট পুরসভা বা কর্পোরেশনের যে কোনও ওয়ার্ড থেকে জিতে এসে কাউন্সিলর হলেই চলবে।
এই একই ধরনের বিল হাওড়া পুর নিগমের ক্ষেত্রেও চালু হবে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিলটি পাস হলেই এই একই আইন তৈরি হবে হাওড়ায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রেই একই আইন কার্যকর করেছে রাজ্য সরকার। গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে শোভন চট্টোপাধ্যায় কলকাতার মহানাগরিকের পদ থেকে পদত্যাগ করলে তড়িঘড়ি বিল পাস করা হয় রাজ্য বিধানসভায়। আইন তৈরি করে প্রথমে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। পরে ৮২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে জয়ী হয়ে মেয়র হওয়ার শর্ত পূরণ করেন তিনি। এবার সেই আইন বলবৎ হতে চলেছে রাজ্যের প্রায় সমস্ত পৌরসভার তথা কর্পোরেশন গুলিতেও।