চিটফান্ড তদন্তের পর এ বার নারদ স্টিং অপারেশনে সক্রিয় হল সিবিআই। এতদিন এই কাণ্ডে তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বার সিবিআই-ও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠালো বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে সিবিআই।
গত বছরও তাঁকে ও একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জেরা ফের কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি তলব করল এক সময়ের মুকুল রায়-ঘনিষ্ঠ এই অফিসারকে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ ভিডিও। সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে। মামলা হয় আদালতে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। নারদ নিউজের প্রধান ম্যাথু স্যামুয়েল দাবি করেন, টাকার বিনিময়ে ‘রাজনৈতিক রক্ষাকবচ’ ও ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীরা। অভিযোগ, ওই টাকার বিনিময়ে ম্যাথু স্যামুয়েলের কাল্পনিক সংস্থা ‘ইমপেক্স’কে বেআইনিভাবে সুবিধা পায়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।
অন্যদিকে নারদ কাণ্ডেই ইডি ডেকে পাঠিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওরফে চিকুকে। তলব করা হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকেও। ১৭ জুনের মধ্যে তাঁদের দেখা করতে বলেছে ইডি। রত্না দেবী জানিয়েছেন, “দু’একটি কাগজ দেওয়া বাকি আছে। ভোটের কারণে ব্যাস্ত ছিলাম। তাই যেতে পারিনি। এর মধ্যেই গিয়ে দিয়ে আসব।” শ্রেয়া আপাতত দেশের বাইরে রয়েছেন।