প্রয়াত কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে আজ শহরে আসছেন বিজেপির শীর্ষ নেতা জে পি নাড্ডা (J P nadda)। শনিবার ভোরে বাগবাজার ঘটে বিশেষ তপর্ণ করবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি। ওইদিনই মহালয়ায় দিন বিজেপির ৮০ জন শহিদ পরিবারের হাতে নতুন জামা-কাপড়ও তুলি দেবেন তিনি। আগামীকালই দুপুরের বিমানে তিনি দিল্লি ফিরে যাবেন। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আজ দুপুর ১ টা ৩০ মিনিটে কলকাতা বিমনবন্দরে নামবেন। সেখান থেকে তিনি নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন। সেখানে বিশ্রামের পর বিকেল ৪ টা নাগাদ সল্টলেকের ইজেডসিসিতে (EZCC) -এর এক প্রেক্ষাগৃহে পৌচ্ছাবেন। সেখানে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে এক আলোচনা সভায় অংশ গ্রহন করবেন নাড্ডা।
আজ রাতে নিউটাউনের (Newtown) প্রেক্ষাগৃহে সন্ধ্যায় দফায় দফায় সাংগঠনিক বৈঠক করে রাজ্যের রিপোর্ট নেবেন তিনি। এই বৈঠকে বিজেপির কোর টিম, রাজ্য কমিটির সদস্য, বিজেপির সমস্ত বিধায়ক ও সাংসদ, পর্যবেক্ষক, মোর্চা ও সেলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। পরে রাজ্যের বিজেপির পন্থীবুদ্ধিজীবি থেকে শুরু করে সমাজের বিশিষ্টদের এই আলোচনা সভায় ডাকা হয়েছে।
জয় ঘোষ।