এশিয়ার
বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বড়বাজারে তিনতলা একটি বহুতল
বিধ্বংসী আগুন লাগে রবিবার
সকালে। বহুতলের
ভেতর থেকে ঘন কালো
ধোঁয়া ও আগুনের লেলিহান
শিখা বেরোতে দেখে স্থানীয়
বাসিন্দারা দমকল এবং পুলিশকে
খবর দেয়।আগুন
লাগার খবর পেয়ে ঘটনাস্থলে
আসে দমকলের তিনটি ইঞ্জিন।শুরু
হয় আগুন নেভানোর কাজ। স্থানীয়দের
নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার
জন্য মোতায়েন করা হয় পুলিশ
বাহিনী।
পুলিশের
তরফ থেকে জানানো হয়েছে
সকাল ৯ টা ৪৫
মিনিট নাগাদ আগুন লাগে।খবর
পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও
পুলিশ।এই
প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন
নেভানোর কাজ চলছে।
কি কারণে আগুন লেগেছে
তা এখনো জানা যায়নি।বড়
বাজারের ক্যানিং স্ট্রিটের (Canning Street) এই বহুতলে মনে
করা হচ্ছে দাহ্য বস্তু
রয়েছে তাই আগুন দ্রুততার
সঙ্গে ছড়িয়ে যাচ্ছে।