লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর ডাকা ফেডারেল ফ্রন্টকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এক নির্বাচনী দলীয় সভায় যোগ দেন মুকুল রায়। এদিনের সভামঞ্চ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী দলগুলির জোটকে সার্কাসের জোট বলে মন্তব্য করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি সরাসরি জোকার বলে কটাক্ষ করেন। মুকুল রায় ব্যঙ্গ করে বলেন, ফেডারেল ফ্রন্ট কি জিনিস, সেটা খায় না গায়ে মাখে তা কেউ জানে না।
এদিনের সভা থেকে বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই দায়িত্ব নেওয়ার আর্জি জানান তিনি। এদিনের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের গড়বেতা ব্লক কমিটির বেশ কয়েকজন নেতা। তৃণমূলের দু:সময়ের প্রায় সমস্ত কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দেওয়ায় গড়বেতা বিধানসভা ক্ষেত্রে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল হারবে দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়।